শিরোনাম
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : সরকার প্রায় ১৫ লাখ পাসপোর্ট বুকলেট এবং ১৫ লাখ ল্যামিনেশন ফয়েল সংগ্রহের প্রস্তাব আজ অনুমোদন করেছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কাউন্সিল কমিটির ১৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বুকলেট এবং ল্যামিনেশন ফয়েলগুলো চলতি অর্থবছরের জন্য এইচআইডি সিআইডি লিমিটেড, ম্যাপলউড, ক্রকফোর্ড লেন, চিনেহাম বিজনেস পার্ক, বেসিংস্টক, ইংল্যান্ড থেকে প্রায় ৬১ কোটি ২০ লাখ টাকা দিয়ে আন্তর্জাতিক ওপেন টেন্ডার মেথড (ওটিএম) এর অধীনে সংগ্রহ করা হবে।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য অবিলম্বে পাসপোর্ট প্রয়োজন। পাসপোর্ট নবায়নের জন্য তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
এছাড়া বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো বেশি বেশি পাসপোর্ট ইস্যু ও নবায়নের ওপর জোর দিচ্ছে বলেও তিনি জানান।