বাসস
  ২৭ নভেম্বর ২০২৪, ২০:০৫

জুলাই-আগস্ট শহিদদের স্মৃতি সংরক্ষণে গুরুত্বারোপ

খুলনা, ২৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : আজ এখানে এক স্মরণসভায় বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনের শহিদদের স্মৃতি সংরক্ষণের ওপর জোর দিয়ে বলেন, তাদের সর্বোচ্চ আত্মত্যাগ আগামী প্রজন্মকে ন্যায়ের পথে সংগ্রামে অনুপ্রাণিত করবে।

জুলাই-আগস্টের শহিদরা একটি বৈষম্যমুক্ত সমাজ গড়ার জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। আজ থেকে শত বছর পর সমাজ পরিবর্তনের অনুপ্রেরণার উৎস হিসেবে এই বিপ্লবের নায়কদের স্মরণ করবে।

আজ নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। 

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ প্রধান অতিথি ছিলেন।

সভার শুরুতে জুলাই-আগস্ট গণআন্দোলন ও অভ্যুত্থানে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশবাসী নতুন বাংলাদেশ পেয়েছে।

তারা আরও বলেন, জুলাই-আগস্ট গণআন্দোলন ও অভ্যুত্থানে শহিদদের বিদেহী আত্মা তাদের স্বপ্ন পূরণ হলে শান্তি পাবে।

খুলনার জেলা প্রশাসক মো. সাকিব হোসেনের সভাপতিত্বে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, সিভিল সার্জন শেখ শফিকুল ইসলাম ও শহিদ সাকিব রায়হানের মা নুরনাহারের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামামান,খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া,সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম,এহতেশামুল হক শাওন,আহত ছাত্র জীবন হাওলাদার,খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল শাহরিয়ার,বিএল কলেজের ছাত্র শাহরিয়ার শাদ এবং লামিয়া আক্তার বক্তব্য রাখেন।

পরে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং জুলাই-আগস্টের গণআন্দোলন ও অভ্যুত্থানে আহত সকল শিক্ষার্থী ও জনগণের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।