শিরোনাম
ঢাকা, ২৭ নভেম্বর ২০২৪ (বাসস) : সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে আজ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তৃতা রাখেন, জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মো. রহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, এডভোকেট ইউসুফ আলী, এডভোকেট সাইফুর রহমান প্রমুখ।
এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য এডভোকেট সাকিল আহমাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এডভোকেট মানজুর আল মতিন, এডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল, এডভোকেট জহিরুল ইসলাম মুসা, এডভোকেট আলী নাছের খান।
এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১নং হলরুমে সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যের ব্যানারে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইনজীবী শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে ও সৈয়দ মামুন মাহবুবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ মোহসিন রশিদ, আইনজীবী গোবিন্দ চন্দ্র প্রামানিক, গৌরঙ্গ চন্দ্র রায়, মতিলাল ব্যাপারী, প্রনেশ রায়, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, রেজাউল ইসলাম রিয়াদ, জুলফিকার আলী জুনু, এস এম আবুল হোসেন প্রমুখ।