বাসস
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:৩৩
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০০:৪৭

আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি ও প্রয়াস পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ ধর্মীয় স্থানের সুরক্ষা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে বাংলাদেশের একনিষ্ঠতার কথা পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্তুগালের ক্যাসকেইসে অনুষ্ঠিত ধর্মীয় স্থানগুলোর সুরক্ষায় জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্বকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

উপদেষ্টা জোর দিয়েছিলেন যে বাংলাদেশ সরকার অন্তর্ভুক্তিমূলক নীতি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য জাতীয় ছুটির দিন এবং উন্মুক্ত মিডিয়া অ্যাক্সেসের মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে সকল ধর্মের সমান সম্মান নিশ্চিত করে।

ঐক্যের কাজগুলোকে তুলে ধরে তৌহিদ কিভাবে তরুণ মুসলিম ছাত্ররা সম্প্রতি একটি প্রধান উৎসবের সময় হিন্দু মন্দিরগুলোকে পাহারা দিয়ে রক্ষা করেছে, শান্তিপূর্ণ সহাবস্থানের চেতনা প্রদর্শন করেছে তা বর্ণনা করেন।

তিনি ধর্মীয় স্থানগুলোর প্রতি ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করতে এবং আন্তঃধর্মীয় ঐক্য ক্ষুণ্নকারী বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানান।