বাসস
  ২৮ নভেম্বর ২০২৪, ২০:০৯
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২০:২৪

এশিয়াটিক সোসাইটিতে বিচারপতি মুহাম্মদ ইব্রাহিম স্মারক বক্তৃতা ২০২৪ অনুষ্ঠিত

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৪(বাসস) : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে বিচারপতি মুহাম্মদ ইব্রাহিম স্মারক বক্তৃতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নিমতলীতে সোসাইটির সেমিনার কক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ‘আইনের শাসনের সাংবিধানিক ও আইনগত মতবাদ’ শীর্ষক বক্তৃতা করেন।

বিচারপতি মুহাম্মদ ইব্রাহিম ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট কমিটির সভাপতি অধ্যাপক মেসবাহ-উস-সালেহীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং  সঞ্চালনা করেন এশিয়াটিক সোসাইটির সম্পাদক অধ্যাপক মো.আবদুর রহিম।

প্রবীর নিয়োগী তার বক্তৃতায় আইনের শাসনের তাত্ত্বিক ও মতবাদিক ভিত্তি এবং বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করেন। প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ সংশোধনীর মধ্য দিয়ে মূল সংবিধানের গণতান্ত্রিক বৈশিষ্ট্য ফিরে আসবে যা গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করায় ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  সাবেক  উপাচার্য বিচারপতি মুহাম্মদ ইব্রাহিম ছিলেন এক অসাধারণ ব্যক্তি, যিনি আইনের শাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন। পূর্ব পাকিস্তানের হাইকোর্টের বিচারপতি এবং আইন মন্ত্রীর দায়িত্ব পালন করা বিচারপতি ইব্রাহিম বাংলাদেশে আইনের ভিত্তি ও গণতান্ত্রিক নীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। 

বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের পুত্র তারেক ইব্রাহিম এবং কন্যা জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ১৯৯৬ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে  তার নামে ট্রাস্ট ফান্ড  প্রতিষ্ঠা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সাবেক সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, সোসাইটির সদস্যবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন।