বাসস
  ২৮ নভেম্বর ২০২৪, ২১:১৫
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২১:২৩

আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান এবি পার্টির

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৪ (বাসস) : চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় কোমল বা কঠোরতা নয়, প্রয়োজনীয়  পদক্ষেপ গ্রহণের  জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্য সচিব মজিবুর রহামান মঞ্জু। 

আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহবান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ সম্প্রতি চট্টগ্রামে নৃশংসভাবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডসহ দেশের নানাস্থানে তুচ্ছ কারণে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র দফতরের গৃহীত ভূমিকার প্রতিবাদ জানান। 

নেতৃবৃন্দ বলেন,সংঘাত ও বিশৃঙ্খল কর্মকান্ড পতিত ফ্যাসিবাদেরই ষড়যন্ত্র। চট্টগ্রামে ইসকন সংশ্লিষ্ট বিক্ষোভকারীদের হামলা, আদালত ভাংচুর ও একজন প্রতিভাবান আইনজীবীর নৃশংস হত্যাকাণ্ড দেশকে ভয়ানক দাঙ্গার দিকে ঠেলে দেয়ার গভীর চক্রান্ত কিনা তা গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে।  নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার পরিবারবর্গের পুণর্বাসনের জন্য সরকারের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।