বাসস
  ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৬

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহ, ২৯ নভেম্বর, ২০২৪ (বাসস) : ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ গতকাল  সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট কাজী মো. একরামুল হক আলম (১৯০ ভোট) ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুর রশিদ বিশ্বাস (১৭৬ ভোট) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।

অ্যাডভোকটে তারিকুল আলম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. পান্না বিশ্বাস ও অ্যাডভোকেট এ এস এম রাকিব উল হাসান।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তারিকুল আলম জানান, মোট ভোটার সংখ্যা ৩২০টি। এর মধ্যে ২০৭টি ভোট পড়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সমন্বিত আইনজীবী পরিষদ ভোট বর্জন করেছে।

ভোটগ্রহণ শেষে  বিকেল সাড়ে চারটা থেকে ভোট গণনা শুরু হয়। পরে রাত ৮ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তারিকুল আলম।

নির্বাচনে সহসভাপতি পদে অ্যাডভোকেট কাজী মো. আলাউল হক (১৭৪), সহ সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. রিয়াজুল ইসলাম রিয়াজ (১৮৫), হিসাব নিরীক্ষক পদে অ্যাডভোকেট মো. আশরাফুল আলম (১৭০), সাহিত্য সংস্কৃতি ও প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মুশফিকুর ওয়ালিদ ইমরোজ (১৮১), ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আনোয়ারুল কবির (১৬২), ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক পদে মো. মোর্শেদ ইমাম (১৭৯) নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন অ্যাডভোকেট মো. দবির হোসেন অ্যাডভোকেট মো. আবু তালেব অ্যাডভোকেট মো. আবু তৈয়েব, অ্যাডভোকেট মো. শামসুজ্জামান লাকি অ্যাডভোকেট খান মো. আবুল বাসার স্বপন, অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন, অ্যাডভোকেট ইহসান উল্লাহ,অ্যাডভোকেট সরদার মো. ও মনিরুল ইসলাম মিল্টন ।