শিরোনাম
দিনাজপুর, ৩০ নভেম্বর ,২০২৪( বাসস : জেলার ১৩টি উপজেলায় ১০৪ ইউনিয়নে ২৪ হাজার ২৩২ জন ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় উপকার ভোগী গ্রামীণ দুস্থ নারীদের মধ্যে আজ এক সঙ্গে চাল বিতরণ শুরু হয়েছে।
সকাল ৯ টায় দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,কার্যক্রমের জটিলতার কারণে গত অক্টোবর মাসের এ কর্মসূচির চাল বিতরণ করা সম্ভব হয়নি। ফলে গত অক্টোবর ও চলতি নভেম্বর দু'মাসের ৬০ কেজি চাল এক সঙ্গে উপকার ভোগীদের নারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
সকাল ৯ টা থেকে হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে বিতরণের মাধ্যমে জেলার ১৩টি উপজেলার সবগুলো ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি বলেন, আজ জেলার ১৩ টি উপজেলার ১০৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এ কর্মসূচির চাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিতরণ কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাগণ তদারকি করবেন।
সকাল ৯ টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আল ইমরান। আজ শনিবার সারা দিন চাল বিতরণ কার্যক্রম চলবে।
জেলার হাকিমপুর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের তথ্য মতে, উপজেলার আলিহাট ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় ৬৬৯ জন উপকার ভোগীদের মধ্যে চলতি বছরের অক্টোবর ও নভেম্বর দু'মাসের চাল এক সঙ্গে ৬০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র, তদারকি অফিসার উপজেলা সমবায় পরিদর্শক আযম প্রামানিক, এনজিও কর্মী ইয়াছমিন আরা, ইউপি সচিব ওমর ফারুক, ইউপি সদস্য সানোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, আল মামুন, রিপন, মোহাতাব আলী, মহিলা ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন, লাভলী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই ইউপি'র চেয়ারম্যান আল ইমরান আলী বলেন, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় আমাদের ইউনিয়নে ৬৬৯ জন গরীব দুস্থ উপকার ভোগী রয়েছেন।
দিনাজপুর খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানায়,একই সঙ্গে জেলার ১৩ টি উপজেলার ১০৪ টি ইউনিয়ানে উপকার ভোগী দুস্থ নারী সদস্যদের মধ্যে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি প্রতি মাসের ৩০ কেজি করে দু'মাসের ৬০ কেজি চাল এক সঙ্গে বিতরণ সম্পন্ন করা হবে ।
তিনি বলেন, প্রতি মাসে জেলায় এ কর্মসূচির অধীনে তালিকা ভুক্ত দুস্থ নারীদের জন্য ৭২৭ মেট্রিক টন চাল বিচরণ করা হয়। এবারে দু মাসের একসঙ্গে এক হাজার ৪৫৪ মেট্রিক চাল বিতরণ করা হলো।