বাসস
  ০১ ডিসেম্বর ২০২৪, ২০:৪১

কোন কিছুর বিনিময়ে শহিদ আবু সাঈদের ক্ষতি পূরণ হবার নয় : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ঢাকা, ১ ডিসেম্বর ২০২৪ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, কোন কিছুর বিনিময়ে শহিদ আবু সাঈদের ক্ষতি পূরণ হবার নয়।

তিনি আজ রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদ এর  গ্রামের বাড়িতে গিয়ে এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা আবু সাঈদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে সরকারি সহায়তারআশ্বাস দেন। ।

তিনি বলেন, আমরা শহিদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি, আপনাদের দুঃখের ভাগ শেয়ার করার জন্য এসেছি।