বাসস
  ০১ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৮

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসের খবরে সারাদেশে বিএনপির আনন্দ মিছিল

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৪ (বাসস): আনন্দের ভেলায় ভাসছে বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া-তারমানে ৫৭ হাজার বর্গমাইল জুড়েই চলছে উচ্ছ্বাস-উল্লসের দিলখোলা এক অন্যরকম অনুভুতির খেলা। 

পতিত স্বৈরাচারের রাজনৈতিক বিদ্বেষ আইন-আদালতের চুলচেরা বিশ্লেষণ এবং সঠিক তথ্য-উপাত্তের অভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামী খালাস পাওয়ায় তৈরী হয়েছে এই আনন্দ-উচ্ছ্বাসের ভেলা।

রোববার (১ ডিসেম্বর-’২৪) হাইকোর্ট ডিভিশনের দুই সদস্যের একটি বেঞ্চ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামীকে খালাস দেওয়া এবং এটিকে মিথ্যা মামলা হিসেবে রায় ঘোষণা করার পর  একইদিন বিকেল থেকে সারাদেশে বিএনপি নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ তাদের হৃদয়ের নেতা তারেক রহমানের মুক্তির এবং একই সাথে দেশে ফেরার পথ সুগম হওয়ার আনন্দে বের করে মিছিল । সেইসাথে ছিল মানুষের মাঝে মিস্টি বিতরণের ছড়াছড়ি। 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় খালাস দেয়ায়  দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে আজ রোববার সন্ধ্যার আগে রাজধানীর নয়াপল্টনে আনন্দ মিছিল বের হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন।  নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইট এঙ্গেল মোড় ঘুরে আনন্দ মিছিলটি আবার নয়াপল্টনে এসে শেয হয়। মিছিলে আরও  উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু,ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুবদলের কামরুজ্জামান জুয়েল, এনামুল হক এনাম, শরিফ উদ্দিন জুয়েল,  রবিউল ইসলাম নয়ন, মেহেবুব মাসুম শান্ত, সাজ্জাদুল মিরাজ, সেলিনা সুলতানা নিশিতা, আরিফা সুলতানা রুমা, সঞ্চিতা উর্মি কয়েক হাজার নেতাকর্মী।

এদিকে রোববার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির সরকার বার্তা সংস্থা- বাসস’র  বিশেষ প্রতিনিধির সাথে টেলিফোনে আলাপকালে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা আসলেই আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে থেকে সরাসরি দিক নির্দেশনা মূলক কার্যক্রমের প্রতিফলন দেখতে চাই।’ তিনি বলেন, এতদিন সাংগঠনিক কার্যক্রম, বিএনপির ৩১ দফা, সবই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের  ভার্চূয়ালী নির্দেশনার মাধ্যমে ফলো করেছি। এখন, আশাবাদী আইনগতভাবে গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায়  আমাদের প্রাণপ্রিয় নেতা গণমানুষের হৃদয়ের মনি তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। আমরা কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আল্লাহর দরবারে যেমন শুকরিয়া আদায় করেছি, তেমনি বিজয়ের আনন্দে নেতা-কর্মীদের সাথে নিয়ে বের করেছি আনন্দ মিছিল।  

এছাড়াও, বগুড়া, টাঙ্গাইল, চট্টগ্রাম, যশোরসহ দেশের ৬৪টি জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয আনন্দ মিছিল। এ মিছিল আগামীকাল সোমবারও বের করা হবে বলে বিভিন্ন জেলার বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন । বাসস’র সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।