চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ
চাঁদপুর, ২ ডিসেম্বর, ২০২৪ ( বাসস) : চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৬জন প্রান্তিক মাছ চাষির মাঝে দেশিয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলার সদর উপজেলা পরিষদের সামনে প্রত্যেক চাষীর হাতে ১০ কেজি করে মাছের পোনা তুলেদেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
এ সময় জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দাস, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ইলিশ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তছলিম ব্যাপারী উপস্থিত ছিলেন।
জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, চলতি বছর অতিবৃষ্টিতে জলাবদ্ধতা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মাছ চাষীদের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় এসব পোনা বিতরণ করা হয়। প্রত্যেক চাষীকে ১০ কেজি রুই, কাতল ও মৃগেল মাছের পোনা প্রদান করা হয়। সর্বমোট বিতরণ হয়েছে ১ হাজার ৬০ কেজি পোনা মাছ।
তিনি আরো বলেন, সদর উপজেলায় ‘চাঁদপুর সেচ প্রকল্প’ এলাকার বাগাদী, বালিয়া ও চান্দ্রা ইউনিয়নের মাছ চাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে। এসব চাষীদের মধ্যে উল্লেখযোগ্য নারী মৎস্য চাষীও রয়েছে।