বাসস
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০

সাতক্ষীরার শ্যামনগরে যমুনা নদীর আবর্জনা পরিচ্ছন্নতা কার্যক্রম

সাতক্ষীরা, ২ ডিসেম্বর ২০২৪ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ যমুনা নদীর ময়লা আবর্জনা পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজিত এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন।

এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ-সহ সর্বস্তরের জনগন এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।   

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শ্যামনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শ্মাশানঘাটা পর্যন্ত স্থানীয় যমুনা নদীর ময়লা- আবর্জনা পরিস্কার করা হচ্ছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন উপজেলা সদরের ব্যবসায়ীদের যমুনা নদীতে ময়লা আবর্জনা না ফেলা এবং নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনের সড়ক পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।