বাসস
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৫

চুয়েটে ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রাম, ২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “আউটকাম বেইজড এডুকেশন” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ ডিসেম্বর) চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

এতে রিসোর্স পার্সন ছিলেন- চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। প্রশিক্ষণটির সঞ্চালনা করেন আইকিউএসি-এর সেকশন অফিসার মো. ইমরান হোসেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেন, নতুন ও পরিবর্তনশীল বিশ্বের চাহিদা অনুযায়ী চুয়েটের গ্রাজুয়েটদের গড়ে তুলতে হবে। দক্ষতা নির্ভর শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদেরকে চাকরি উপযোগী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে ও পাঠদানে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে হবে। গ্রাজুয়েটরা যেন চাকরির ক্ষেত্রে নিজেকে তৈরি করতে পারে, সেজন্য যোগাযোগ, দক্ষতা, ভাষাজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিষয়াদি পাঠ্যক্রমে অথবা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে হবে।

তিনি বলেন, এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষকদের শ্রেণি কার্যক্রম ও শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তবে প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও গবেষণার কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে, তাহলেই সফলতা আসবে।