বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:২৫
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩

৭ ডিসেম্বরের মধ্যে অংশীজনদের কাছ থেকে মতামত ও প্রস্তাব চেয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশন

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : আগামী ৭ ডিসেম্বরে মধ্যে অংশীজনদের কাছ থেকে সুনির্দিষ্ট মতামত ও প্রস্তাব চেয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশন।

বিচার বিভাগ সংস্কার কমিশনের সচিব মোহাম্মদ ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার’ বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করেছে'। বিচার বিভাগ সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহের জন্য কমিশন একটি ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটির ঠিকানাঃwww.jrc.gov.bd

ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণীর জনগোষ্ঠী, অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে পৃথক প্রশ্নমালা সন্নিবেশিত হয়েছে। সংশ্লিষ্ট প্রযোজ্য প্রশ্নমালা পূরণপূর্বক ৭ ডিসেম্বরের মধ্যে মতামত প্রধানের জন্য

সাধারণ জনসাধারণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের অনুরোধ জানিয়েছে। এছাড়া, বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে ৭ ডিসেম্বরের মধ্যে প্রেরণ করার জন্য কমিশন অনুরোধ জানিয়েছে। প্রস্তাবের সফটকপি কমিশনের ই-মেইলে ([email protected]:,[email protected]) এবং প্রস্তাবের মুদ্রিত কপি কমিশনের ঠিকানায়: বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০ এ প্রেরণ করা যাবে।'