বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৩০

সাবেক মন্ত্রী তাজুলের বিরুদ্ধে ভুমি জবরদখলের অভিযোগ

বান্দরবান, ৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের তিনটি পাড়াতে অবৈধভাবে ভূমি জবরদখল এবং মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাড়ার বাসিন্দারা।

মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে ভুমি দখলের অভিযোগ তোলা হয়। 

সংবাদ সম্মেলনে বাসিন্দাদেও পক্ষে গণেশ ত্রিপুরা লিখিত বক্তব্যে বলেন, লামা উপজেলার সরই ইউনিয়নের টংগা ঝিরি, পুইট্টা ঝিরি ও দেরাজ মিয়া পাড়া এলাকায় পাহাড়ি ও বাঙালি মিলে প্রায় শতাধিক পরিবার বসবাস করে। কিন্তু ২০১৯ সালে সাবেক এই মন্ত্রী ও তার স্ত্রী জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজ দেখিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। 

হুমকি দিয়ে তারা আমাদের ভিটেমাটি ছাড়া করে। মামলার ভয়ে সবাই তখন এলাকা ছাড়া হয়ে পড়ে। এই সুযোগে ৩০০ একরেরও বেশি জায়গা তারা দখলে নেয়। তবে ৫ আগস্টের পর মন্ত্রী এবং তার স্ত্রী গা ঢাকা দিলে আমরা নিজেদের জায়গা দখলে নিই। কিন্তু তাজুলের লোকজন এখনও আমাদের হুমকি দিচ্ছে।

এ সময় সাবেক ওই মন্ত্রীর কেয়ারটেকার সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবী জানান তারা।