শিরোনাম
কুষ্টিয়া, ৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলায় আমন ধান,চাল সংগ্রহ অভিযান গত ১৭ নভেম্বর শুরু হয়েছে। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
এবার আমনের ফলন ভালো হয়েছে। এরই মধ্যে মাঠে মাঠে ধান কাটা চলছে। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা।
এবছর ২টাকা বাড়িয়ে ধান ৩৩টাকা ও ৪৭টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকার নির্ধারিত ধানের মূল্যে বাড়ানোর দাবি করছেন কৃষকরা। কৃষক আকবর আলী বাসসকে বলেন, যেখানে খোলা বাজারেই এখন প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৩৫০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকারও বেশি দরে। সেখানে সরকার এক হাজার ৩২০ টাকা মণ ধানের দর নির্ধারণে খুশী না চাষীরা । ক্ষোভ রয়েছে সার কীটনাশকসহ ধান চাষের সব উপকরণের মূল্য বৃদ্ধিতেও। সরকারীভাবে ধানের দাম আরো বাড়ানোর দাবি কৃষকদের। অন্য দিকে গতবারের তুলনায় চালের দাম কেজিতে ২ টাকা বাড়িয়ে ৪৭ টাকা করেছে সরকার। তবে এ দর নিয়ে চালকল মালিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বাসসকে বলেন, বর্তমান বাজারে ধানের যে মূল্য তাতে সরকারী নির্ধারিত দামে গুদামে চাল দিলে তেমন লাভ হবে না। চালের দাম আরো বাড়ানোর দাবিও করেন তিনি । চলতি বছর জেলায় ১৯ হাজার ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল, ৬ হাজার ৭০০ মেট্রিক টন ধান ও ১ হাজার ৬০০ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বাসসকে বলেন, সরকার নির্ধারিত দরে যথা সময়ে ধান ও চাল সংগ্রহ সম্পন্ন করা হবে। গত ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়ায় ধান/চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
এবছর ৩৩টাকা কেজি দরে ধান, ৪৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও ৪৬ টাকা কেজি দরে আতপ চাল ক্রয় করবে সরকার।