শিরোনাম
বরগুনা, ৪ ডিসেম্বর ,২০২৪ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরগুনার শহিদ ৩টি পরিবারকে বরগুনা জেলা জামায়াতে ইসলামী অর্থ সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বরগুনার ৩টি শহিদ পরিবার, সদর উপজেলার জাকিরতবক নামক এলাকার মো. বাবুল মিয়া, উরবুনিয়া নামক এলাকার মো. সিরাজুল ইসলাম এবং পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার মো. আবুল বাশারের পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা প্রদান করেছেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমির অধ্যাপক মাও. মো. মহিব্বুল্লাহ হারুন।
বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান মামুন, জেলা নায়েবে আমির মাওলানা মো. আফজালুর রহমান, পৌর আমির মাওলানা আ. জলিল, সদর উপজেলা আমির মাওলানা মো. নুরুল আমিন, তালতলী উপজেলা আমির মাওলানা মো. শাহ্ জালাল ও জেলা ছাত্র শিবিরের সভাপতি আবদুল্লাহ্ মো. সুমন প্রমুখ।
আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীসহ অনেক সাধারণ জনতাও শহিদ হয়েছেন।
এরমধ্যে বরগুনার ১০ জন শহিদ হয়েছেন। এসব পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে সব পরিবারকেই জামায়াত ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান কর হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকায় বরগুনার মোট ১০ জন শহিদ হন। এ ছাড়াও আহত হয়েছেন ৮৩ জন। যাদের মধ্যে গুরুতর আহত হয়েছিলেন ৬ জন।