বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫২

নেত্রকোণা প্রতিনিধির মৃত্যুতে বাসস এমডি মাহবুব মোর্শেদের শোক

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র নেত্রকোণা জেলা প্রতিনিধি এম ফখরুল হকের মৃত্যুতে বাসস পরিবারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

আজ এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

বাসস’র নেত্রকোণা জেলা প্রতিনিধি এম ফখরুল হক আজ ভোর ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

ফখরুল হকের ছেলে ফাহাদ শাহরিয়ার হক বাসসকে জানান, তার বাবা গত সোমবার হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে নেত্রকোণা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ময়মনসিংহ হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পাঠিয়ে দেন। ইতোমধ্যে তার মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়। ফলে সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।   

তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

দীর্ঘ ৪০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি ইংরেজি দৈনিক নিউ নেশনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। নেত্রকোণা জেলা প্রেসক্লাবের তিনি সাবেক সদস্য সচিব। পেশাগত জীবনে সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ‘বীরাঙ্গণা সখিনা’ পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন। 

আজ রাত পৌনে ৮টায় চন্দ্রনাথ হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় সাতপাই গোরস্থানে ফখরুল হককে দাফন করা হবে বলে ফাহাদ শাহরিয়ার জানান।