শিরোনাম
ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন সংক্রান্ত অপরাধের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা প্রমানিত হয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে।
আজ বুধবার নির্বচন কমিশনের (ইসি) সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসির অন্তর্নিহিত ক্ষমতা আছে। সুষ্ঠু নির্বাচনের খাতিরে তারা রাতকে দিন ও দিনকে রাত করা ছাড়া সবই করতে পারে। অতীতে নির্বাচন সংক্রান্ত অনেকগুলো অপরাধ হয়েছে। যারা অপরাধ করেছেন, যাদের অপরাধ প্রমাণিত হয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে।’
আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘বৈঠকে ইসির স্বাধীনতা, ক্ষমতা, দায়দায়িত্ব থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত প্রায় সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইসি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। ইসি যাতে তাদের কাজ সুচারুরূপে করতে পারে এবং সফল হয়, সে জন্য সংস্কার কমিশনের পক্ষ থেকে কতগুলো সংস্কার প্রস্তাব দেয়া হবে। এর মধ্যে কিছু ইসি বাস্তবায়ন করবে। কিছু সরকার করবে এবং বাকিটা সরকার ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাস্তবায়িত হবে। সংস্কার কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে কতগুলো বিষয় চিহ্নিত করেছে।’
এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ইসির পক্ষ থেকে সংস্কার কমিশনকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়া হয়নি। তবে মতবিনিময়ে অনেক কিছু উঠে এসেছে।
আগের কমিশন থেকে বলা হয়েছিল, ফল প্রকাশের পর শাস্তির কোনো সুযোগ থাকে না-এ বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা ইচ্ছে করলেই এটা করতে পারতেন। আদালতে রায় আছে, গেজেট হওয়ার আগে তারা নির্বাচন বাতিল করতে পারতেন এবং তাদের পুনর্র্নিবাচন দেওয়ারও ক্ষমতা রয়েছে। তবে সেটা তারা প্রয়োগ করেননি।’
বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনে ঘাটতির জায়গাগুলো নিয়ে আলোচনা হয়েছে। ঘাটতির জায়গাগুলো সবার জানা।
সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় ঘাটতি কী, প্রশ্নের জবাবে তিনি বলেন, সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে নির্বাচন ব্যবস্থার ওপর আস্থার ঘাটতি। সেটা ফিরিয়ে আনতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের পথনকশা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের পথনকশার সঙ্গে কতগুলো জাতীয় উদ্যোগ, সংস্কার কার্যক্রম, ইসির অভ্যন্তরীণ প্রস্তুতির বিষয় রয়েছে। নির্বাচন কীভাবে হওয়া উচিত, নির্বাচন ভালোভাবে করার জন্য কী করণীয়-এসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।