বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৫০

চট্টগ্রাম নগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু গ্রেপ্তার

চট্টগ্রাম, ৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দেবাশীষ পাল দেবু চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে। তিনি আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

পুলিশ জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেবাশীষ পাল দেবু আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে।