বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:২৬

দিনাজপুরে বাড়ছে শীতের তীব্রতা

দিনাজপুর, ৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলায় প্রতিদিন কমছে তাপমাত্রা, সেই সাথে বাড়ছে শীতের তীব্রতা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতিবছর আগে ভাগেই শীত জেঁকে বসে এই অঞ্চলে।

সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে জেলার জনপদ। গত কয়েকদিন থেকে তাপমাত্রা উঠানামা করছে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে।

আজ শনিবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাস্তাঘাট। হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন শীতের পোশাক।

জেলার আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৯টায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা।

আর দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে, যা ১০ ডিগ্রি সেলসিয়াস।

জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান,শীতের পূর্ব পরিস্থিতি হিসেবে গত ৬ ডিসেম্বর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৬০ হাজার পিস শীতবস্ত্রের চাহিদা ইমেল-বার্তা প্রেরণ করা হয়েেেছ। একই সাথে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে শীতার্ত জনগোষ্ঠীর জন্য সহায়তা ২০ লক্ষ টাকা বরাদ্দ প্রদানের জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে।  

তিনি বলেন, পূর্ব পরিস্থিতি হিসেবে জেলার জন্য ৫ হাজার পিস কম্বল ও ৪ হাজার পিস সোয়েটার-জ্যাকেট  এবং সাড়ে  ৩হাজার  পিস শিশু পোশাক বরাদ্দ পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।