বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০১
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮

১৫ ডিসেম্বর ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেবে আধিপত্য প্রতিরোধ আন্দোলন

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্যা আদায় ও ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রপাগান্ডা প্রচারের প্রতিবাদে আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় মানববন্ধন ও ভারতীয় দূতাবাসে স্মারকলিপি পেশের সিদ্ধান্ত নিয়েছে আধিপত্য প্রতিরোধ আন্দোলন।

আধিপত্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় রাজধানীর মেহেরবা প্লাজার হল রুমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এক পরামর্শ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরামর্শ সভায় বক্তারা ভারতীয় আধিপত্যের তীব্র সমালোচনা করে বলেন, ভারত তাদের দোসর হাসিনার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অনেকগুলো অশুভ চুক্তি করিয়ে নিয়েছে। এখন ভারত এই চুক্তিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ প্রয়োগের কৌশল হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের মিথ্যা অপপ্রচার করছে। এ জন্য তারা ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াকে তাদের মিথ্যা প্রপাগান্ডা বিশ্বব্যাপী ছড়িয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 

বক্তারা আরও বলেন, এই পরিস্থিতিতে আমাদের সতর্ক থাকতে হবে। কোন রকম ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ভারতের এই মিথ্যা অপপ্রচারের জবাব দেব।

জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও আধিপত্য প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মো. মাসুদ হোসেন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশিদ খান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফ, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, জনজোটের আহ্বায়ক মোজাম্মেল মিয়াজী, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, সাংবাদিক আহমেদ হোসেন ও বাংলাদেশ মুসলিম সমাজের মহাসচিব ডাক্তার মাসুম হোসাইন।