শিরোনাম
ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : আগামী বছর রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার গঠনের বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের মন্তব্য তার ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গতকাল শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তার ব্যক্তিগত মতামত দিয়েছেন যে ২০২৫ সালে নির্বাচন হতে পারে। এটা স্পষ্ট করা দরকার যে, এটা পুরোপুরি তার ব্যক্তিগত মতামত।’
অপূর্ব জাহাঙ্গীর আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার কাছ থেকে এখন পর্যন্ত নির্বাচনের কোনো তারিখ পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টাই জানাবেন নির্বাচন কবে হবে।’