বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৪

তরুণদের সম্পৃক্ত করে দুর্নীতি বিরোধী আন্দোলন এগিয়ে নেয়ার আহবান টিআইবি’র

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তরুণদের সম্পৃক্ত করে দুর্নীতি বিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে যেতে সকল অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছে। 

‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪’ উপলক্ষে আজ সকাল ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সংস্থাটি এ আহবান জানায়। মানববন্ধনে আরো বলা হয়, নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ‘নতুন বাংলাদেশ’কে দুর্নীতিমুক্ত, সুশাসিত, জবাবদিহিমূলক করে দেশের অভীষ্ট অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম।

মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবারের দুর্নীতি বিরোধী দিবস উদযাপনের প্রেক্ষাপটকে ব্যতিক্রমী উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশ এর অভীষ্টের মূল কারিগর তরুণ প্রজন্ম। নজীরবিহীন রক্ত ও বহুমাত্রিক ত্যাগের বিনিময়ে সূচীত রাষ্ট্রসংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতার অন্যতম লক্ষ্য হিসেবে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনকে জোরদার করতে হবে। সরকার, রাজনৈতিক দল ও সকল অংশীজনের কাছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ গড়ার উপযোগী রাষ্ট্রকাঠামো ও পরিবেশ তৈরি করা যা নিশ্চিত করতে দুর্নীতি নির্মূল অপরিহার্য। 

তিনি বলেন, আমরা আশা করি, দুদকের পাশাপাশি রাষ্ট্রকাঠামোর জন্য অপরিহার্য অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের মাধ্যমে এমন অবকাঠামো তৈরি হবে যাতে ভবিষ্যতে নির্বাচিত সরকারসমূহ দলীয় রাজনৈতিক বা আমলাতান্ত্রিক প্রভাব খাটিয়ে দুর্নীতির অনুকূল পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হবে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার কেন্দ্রীয় দায়িত্ব রাজনৈতিক নেতৃত্ব ও আমলাতন্ত্রের ওপর।

‘নতুন বাংলাদেশ-দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ এই প্রতিপাদ্যে এ বছর দিবসটি উদযাপন করছে টিআইবি। ঢাকায় আয়োজিত মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ টিআইবি সদস্য ও কর্মীবৃন্দ, টিআইবির অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্য ও সমমনা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

ঢাকায় মানববন্ধনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে প্রস্তুতকৃত ধারণাপত্র পাঠ করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ডেপুটি কোঅর্ডিনেটর জাফর সাদিক। ধারণাপত্রে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ১৪টি সুপারিশ প্রস্তাব করে। এগুলোর মধ্যে অন্যতম- দুদক—এর জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ; দুদক সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়ন; দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগণ, গণমাধ্যম ও বেসরকারি সংগঠনসমূহ যাতে সোচ্চার ভূমিকা পালন করতে পারে, তার উপযুক্ত পরিবেশ এবং এ রূপ সংস্থার গঠন, নিবন্ধন, ব্যবস্থাপনা-প্রক্রিয়া সহজতর করাসহ উদ্দেশ্যমূলকভাবে প্রশাসনিক হয়রানি রোধ; বিচার বিভাগের নিয়োগ, পদায়ন, বদলিসহ বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে অবিলম্বে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন; দুর্নীতির বিরুদ্ধে শূণ্য সহনশীলতার ফাঁকাবুলির সংস্কৃতি পরিহার করে সকল প্রকার-বিশেষ করে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিচারহীনতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ; সরকারি ক্রয়-ব্যবস্থায় প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সকল দরপত্র ই-জিপি প্রক্রিয়ায় সম্পাদন; সরকারি কার্যে ব্যক্তি স্বার্থ চরিতার্থতা, স্বজনপ্রীতি ও অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ‘‘স্বার্থের দ্বন্দ্ব আইন’’ প্রণয়ন এবং অবাধ তথ্যপ্রবাহের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি ভিন্নমত, বাক ও গণমাধ্যমের স্বাধীনতা পরিপন্থী নজরদারি ভিত্তিক ভীতিকর পরিবেশ, তথা সকল জনগণের জন্য নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির সংস্কৃতি যেন আবার ফিরে না আসে সে ব্যবস্থা গ্রহণ।

এ বছর দুর্নীতি বিরোধী দিবস পালনের অংশ হিসেবে টিআইবি জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিবিধ উদ্যোগ নিয়েছে । দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ১৯৯৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে পুুুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের নিয়ে গত ৫ ডিসেম্বর একটি মিলনমেলার আয়োজন করা হয়। পাশাপাশি ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৪’ ঘোষণা, আলোচনা সভা ও গণমাধ্যমে কর্মরত নির্দিষ্ট-সংখ্যক সংবাদকর্মীদের ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ’ প্রদান করা হয়। এ ছাড়াও, কিশোর-তরুণদের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা ছড়িয়ে দিতে টিআইবির নিয়মিত আয়োজন দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুইটি বয়স ভিত্তিক বিভাগ, ডিজিটাল কার্টুন ও কমিক স্ট্রিপ বিভাগে এই কার্টুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। টিআইবির প্রধান কার্যালয়ে প্রতিযোগিতার সেরা ৬০টি কার্টুন নিয়ে আগামী কাল ৯ ডিসেম্বর থেকে দুই সপ্তাহব্যাপী প্রদর্শনী চলবে।