শিরোনাম
ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অসংখ্য শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বীর শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক ও ইনসাফ ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।
এ এফ হাসান আরিফ আজ বিকেলে সচিবালয়ের নিজ কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন।
হাসান আরিফ দেশের বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারে আটাবের ভূমিকার প্রশংসা করেন।
আগামী দিনগুলোতে আরও কার্যকর ভূমিকা রাখতে সংগঠনটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণায়ের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে আটাব প্রতিনিধিদল পর্যটন বান্ধব নীতি ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তারা এয়ার টিকেটিংয়ে কতিপয় এয়ার লাইন্সের অসাধু কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট বাণিজ্যের উল্লেখ করে এ সিন্ডিকেট ভেঙে দিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
এছাড়াও তারা এ ক্ষেত্রে সিভিল এভিয়েশনকে আরও নিবিড় মনিটরিংয়ের পরামর্শ দেন।
আটাব নেতারা অনলাইন ট্রাভেল নীতিমালার সংস্কার, অযাচিতভাবে টিকেটের মূল্য বৃদ্ধি ঠেকানোর জন্য মন্ত্রণালয়ে ‘মনিটরিং সেল’ গঠনের অনুরোধ জানান।
নেতৃবৃন্দ ট্যুরিস্ট স্পটসমূহে অবকাঠামো সুবিধা বৃদ্ধিতে আটাবের উদ্যোগের কথাও উপদেষ্টাকে জানান।
এ সময় বেসামরিক বিমান পরিহন ও পর্যটন সচিব নাসরীন জাহান এবং আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।