শিরোনাম
ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : শিল্প সম্পর্ক শিক্ষা ও প্রশিক্ষণকে যুগোপযোগী ও বিস্তৃত করার মাধ্যামে কারখানা পর্যায়ে দক্ষ নেতৃত্ব গড়ে তোলার জন্য শ্রম সংস্কার কমিশনকে সুপারিশ প্রণয়নে গুরুত্বারোপ করেছে শিল্প সম্পর্ক প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ ।
আজ রোববার টঙ্গীর আইআরআই ভবনে গাজীপুর, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের শিল্প সম্পর্ক উন্নয়ন কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীদের সাথে শ্রম সংস্কার কমিশনের এক মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এ গুরুত্বারোপ করেন।
শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মাহফুজুল হক, শাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতা ও চৌধুরী আশিকুল আলম।
মতবিনিময় সভায় দেশের বিভিন্ন বিভাগ থেকে অংশগ্রহণকারী প্রশিক্ষকরা বলেন, শিল্প সম্পর্ক শিক্ষায়তনগুলোকে সময়ের চাহিদা অনুযায়ী নতুন প্রশিক্ষণ কোর্স উদ্ভাবন করতে হবে। প্রশিক্ষণ মডিউলের আধুনিকীকরণ ও প্রশিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সাথে তারা শিল্প বিকাশের স্বার্থে নতুন নতুন প্রশিক্ষণে কোর্স সংযোজন করারও দাবি জানান।
কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহম্মেদ, শিক্ষায়তনের অবকাঠামোগত উন্নয়ন, সিলেবাস ও উপকরণসমূহের ডিজিটাইজেশন করা, অনলাইন শিক্ষা চালু, বর্তমান শিল্প সম্পর্ক উন্নয়নের জন্য যুগোপযোগী সিলেবাস প্রণয়ন, প্রশিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণসহ সামগ্রিক শিক্ষা কর্যক্রম পরিচালনার মাধ্যমে দেশে প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিল্প সম্পর্ক উন্নয়ন এবং দক্ষ নেতৃত্বের সুপারিশ প্রণয়ন করার ওপর গুরুত্বারোপ করেন।