বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৮

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ  অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

আজ সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই জয় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

ভবিষ্যতেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।