শিরোনাম
ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতি সৃষ্ট ‘জনআস্থা’ জান-প্রাণ দিয়ে ধরে রাখতে দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
‘বিএনপি’র কিছু নেতাকর্মীর কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সকল ক্ষমতার উৎস জনগণ। আর আমাদের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণের আস্থা ও বিশ্বাস। তাই যে কোনো মূল্যে নেতা-কর্মীদেরকে দলের প্রতি জনআস্থা ধরে রাখতে কাজ করতে হবে। জনগণকে আস্থায় রাখতে তাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে।’
তারেক রহমান আজ রোববার লন্ডন থেকে ভার্চূয়াল প্লাটফর্মে একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলীয় বরিশাল ও উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগে বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যেগে আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । রোববার বিকেলে বরিশাল মহানগরীর বন্দর রোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে এবং রংপুর শহরের শিল্পকলা একাডেমির হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কীভাবে দেশকে পুনর্গঠন করতে চায় তারই সংস্কার হিসেবে বিএনপি’র পক্ষ থেকে ৩১ দফা প্রস্তাবনা দেয়া হয়েছে। সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি মানুষের কাছে তা পৌঁছে দিতে হবে। ৩১ দফায় কারও আপত্তি বা নতুন কোনো প্রস্তাবনা থাকলে তা সংযোজন করা হবে।
‘জনগণ যেভাবে বলবে সেভাবেই দেশ পরিচালিত হতে হবে’ মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের। জনসমর্থনকে যে কোনভাবে বিএনপির পক্ষে ধরে রাখতে হবে।
তারেক রহমান বলেন, হাতের পাঁচ আঙ্গুল সমান নয়, মানুষও এক রকম হয় না। ৫ আগস্টের পর গত চার মাসে দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছেন। যে কারণে তাদের অনেকের কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না।
তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্য কিছু হয়ে থাকে, তবে দুদিন পরে ছিটকে পড়ে যাবেন।
জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন। তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন৷ তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে। জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখতে হবে।’
তারেক রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর পর ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের কবল থকে জনগণ রক্ষা পেলেও এখনও ষড়যন্ত্র চলছে। জনগণের আস্থা অর্জনের মধ্যদিয়ে দেশকে রক্ষা করতে হবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
কোন স্বৈরশাসক স্থায়ীভাবে টিকে থাকতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে যাতে ক্ষমতায় আসলেও টিকে থাকা যায়।
বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, মজিবর রহমান সরোয়ার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, দলের বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নুসহ বিভাগের ৬ জেলার ৮ টি ইউনিট থেকে সুপার ফাইভ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বরিশালের ৫ শতাধিক নেতাকর্মী এ কর্মশালায় উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ কর্মশালায় দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ রংপুর বিভাগে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেন, ‘আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে, যেখানে সব মানুষ মতামত রাখতে পারে।’
তিনি জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়ে বলেন,জনগণের আস্থাকে রক্ষা করতে হবে। এ ব্যাপার সচেতন থাকতে হবে।’