বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪

পরিবেশ দূষণ একটি জাতীয় সমস্যা : ঢাবি উপাচার্য

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, পরিবেশ দূষণ একটি জাতীয় সমস্যা। বায়ু দূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে। শীতকালে এই শহরে বায়ু দূষণের মাত্রা অনেক বেশি  বেড়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, আরবরি কালচার সেন্টার এবং পরিবেশ সংসদের আয়োজনে  বিশ্ববিদ্যালয়ের  মল চত্বরে ‘বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক এক পথসভায় আজ প্রধান অতিথি হিসেবে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, শীতকালে গাছের ঝরা পাতা ও ময়লা আবর্জনা পুড়িয়ে বিনষ্ট করার চেষ্টা করা হয়। শুকনো পাতা ও ময়লা পোড়ানোর কারণে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। এর ফলে গাছ ও মানবদেহে ক্ষতিকর প্রভাব পড়ে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক শেখ রাশেদুজ্জামান।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী, এস্টেট ম্যানেজারসহ বিভিন্ন হল, বিভাগ ও ইনস্টিটিউটের পরিচ্ছন্নতাকর্মী ও মালীগণ উপস্থিত ছিলেন।