বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

নীলফামারীতে ‘জয়িতা’ সম্মাননা পেয়েছেন পাঁচ নারী 

নীলফামারী, ৯ ডিসেম্বর ২০২৪ (বাসস) : জেলায় আজ বেগম রোকেয়া দিবসে পাঁচজন নারী জেলা পর্যায়ে ‘জয়িতা’ সম্মাননা পেয়েছেন। 

আজ সোমবার বেলা ১২ টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান।

জেলা পর্যায়ে ‘জয়িতা’ সম্মাননা প্রাপ্ত পাঁচ নারী হলেন- অর্থনৈতিক সাফল্যে মোছাম্মৎ নাসরিন আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতায় মোছাম্মৎ ফারহানা বিনতে আলম, সফল জননী ছন্দা রানী বিশ্বাস, নির্যাতনে বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন গড়ায় মোছাম্মৎ রুপালী বেগম, সমাজ উন্নয়নে ফওজিয়া ইয়াছমিন জলি।