শিরোনাম
কুড়িগ্রাম, ৯ ডিসেম্বর ২০২৪ (বাসস) : জেলায় শীত ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়া পরিবর্তনের হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তেমনি কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন।
আজ সোমবার সকাল ৭ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
জেলায় দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভূত হতে হচ্ছে। এর মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ঘনকুয়াশার কারণে যানবাহনগুলো হেড-লাইট জ্বালিয়ে ধীরগতিতে যাতায়াত করছে।
অপরদিকে, হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী ৪০৫টি চর ও দ্বীপচরের হতদরিদ্র মানুষেরা।
জেলায় কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ মাসের ১৫ তারিখের পর কমপক্ষে ২টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।