শিরোনাম
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজের নেতৃত্বে ১৫-সদস্যের একটি প্রতিনিধি দল শ্রীলঙ্কায় ‘ন্যাশনাল হায়ার এডুকেশন কনফারেন্স-২০২৪’ যোগদান করেছেন।
আজ সোমবার তিন দিনব্যাপী এ সম্মেলন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে ‘বাংলাদেশ-ইউকে হায়ার এডুকেশন পার্টনারশিপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উচ্চশিক্ষার অংশীদারিত্বের সম্পর্ক শত বছরের পুরোনো। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সম্পর্কের সূচনা হয়।
তিনি তার বক্তব্যে এ সম্পর্ককে আরও গতিশীল, অর্থবহ ও বহুমাত্রিকতা প্রদানের মাধ্যমে ফলপ্রসু ভূমিকা পালনের আহ্বান জানান।
ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল কালচারাল রিলেসন্স’র পরিচালক কেট জয়েস’র সঞ্চালনায় সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল এডুকেশন ডাইরেক্টর সালভাডোর লপেজ, এডভান্সড হায়ার এডুকেশনের অ্যালিসন জন্স এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের এডয়ারডো রামোস।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অনারারি অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, ইউজিসি পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, ড. একেএম শামসুল আরেফিন, মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, ড. দূর্গারাণী সরকার, মোছা. জেসমিন পারভীন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর, উপ-পরিচালক ড. ফারজানা শারমিন, বিশ্বব্যাংকের এটিএম আসাদুজ্জামান ও মো. মাহমুদুল হক এবং ব্রিটিশ কাউন্সিলের তৌফিক হাসান প্রমুখ।