শিরোনাম
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির আলোচনা সভায় বক্তারা বলেছেন, সমাজকে দুর্নীতিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। সবার আগে নিজ পরিবার ও ব্যক্তি পর্যায় থেকে দুর্নীতি বিরোধী অভিযান ও কর্মসূচি শুরু করতে হবে।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে অর্জিত দেশে-বিদেশে সকল অবৈধ অর্থ বাজেয়াপ্ত করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। বিদেশে পাচার হওয়া সকল অর্থ ফিরিয়ে আনতে সবাইকে আরো বেশি সোচ্চার হতে হবে।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ রাজধানীর পান্থপথের সেল সেন্টার মিলনায়তনে দুর্নীতি বিরোধী এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সংগঠনের নেতা ড. শাহজাহান সাজু, ড. আব্দুল হক তালুকদার, আসাদ পরিষদের শামসুজ্জামান মিলন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)-এর সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির ভুঁইয়া, অধ্যাপক ড. সৈয়দ মো. শামছুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাদের মন্ডল, এডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী দুলাল, ইউং কমান্ডার (অবঃ) মীর আমিনুল ইসলাম, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান আলহাজ ফজলুল হক, বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেত্রী আদিনা খান প্রমুখ।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, পাকিস্তান আমল থেকেই এদেশে দুর্নীতি বিরোধী আলোচনা করা হচ্ছে। ১৯৭২ সালের পরেও দুর্নীতি নিয়ে কথা উঠেছে। দেশে সব সরকারের আমলেই দুর্নীতি বিরোধী আন্দোলন হয়েছে। আগামী দিনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি বৃহত্তর ঐক্যের মাধ্যমে দুর্নীতি দূর করতে চাইলে রাজনৈতিক শক্তি ও গণতন্ত্রকে সুসংহত করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী দুর্নীতি দমন কমিশনের সংস্কারে কমিটি গঠন এবং সৎ, যোগ্য, নির্মোহ, দেশপ্রেমিক ব্যক্তিদের নিয়ে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করে দুর্নীতিবাজদের শাস্তি ও আইনের আওতায় আনার দাবি জানান।
দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সবার আগে নিজের ঘর ও নিজের পরিবার,পাড়া- প্রতিবেশী, আত্মীয় স্বজন থেকে দুর্নীতিবিরোধী কর্মসূচি শুরু করার তাগিদ দেন তিনি।
সারোয়ার ওয়াদুদ চৌধুরী নিজ গ্রাম,ইউনিয়ন,পৌরসভা,উপজেলা,জেলা,বিভাগ ও রাজধানীসহ নগর-মহানগরের অফিস আদালতে এবং কর্মস্থলে দুর্নীতি বিরোধী আন্দোলন জোরদার করতে সমাজের সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করে দুর্নীতি বিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান।
এর আগে আজ সকালে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।