শিরোনাম
ঝিনাইদহ, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, কিন্তু ষড়যন্ত্র থামেনি। ঐক্যবদ্ধভাবে ধৈর্যের সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে। এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ থাকা। আজ সোমবার রাতে সাংগঠনিক সফরে ঝিনাইদহে অবস্থানকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
আমানুল্লাহ আমান বলেন, ‘নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের একসঙ্গে মিলেমিশে দেশের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা সবাই সেভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাব।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল আলিম, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. ইব্রাহিম রহমান বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াজিউল হক শরীফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।