বাসস
  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:৪৩

দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় ৬ যুবককে পুরস্কৃত করেছে টিআইবি

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দেশের কিশোর-তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী বার্তা প্রচারের লক্ষ্যে বিভিন্ন বয়সের তরুণ অংশগ্রহণকারীদের শিল্পকর্ম সমন্বিত কার্টুন এবং কমিক স্ট্রিপ প্রতিযোগিতায় অংশ নেওয়া ৬ যুবককে পুরস্কৃত করেছে।

১৯তম দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি আজ টিআইবির ধানমন্ডি কার্যালয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিজয়ীদের প্রত্যেকের হাতে পুরস্কার,  একটি সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

শোয়েব আহমেদ (নওগাঁ সরকারি কলেজ), মাহিন মেহজাবিন মোহর (বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ) এবং আহনাফ তাহমিদ (রংপুর ক্যাডেট কলেজ) ‘ক’ ক্যাটাগরিতে (১৩-১৮ বছর) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। বি’ ক্যাটাগরি (১৯-২৫ বছর), অরিন্দম কুদু (ঢাকা বিশ্ববিদ্যালয়), আসিফ মোহাম্মদ ইউসুফ (কুমিল্লা মেডিকেল কলেজ) এবং আবদুল্লাহ আল জুনায়েদ (ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস) যথাক্রমে শীর্ষ তিনটি স্থান দখল করেন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান স্বাগত বক্তব্যে বিজয়ীদের এবং অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান।

ইফতেখারুজ্জামান বলেন, ‘নতুন বাংলাদেশের অভীষ্টের মূল কারিগর তরুণ প্রজন্ম। সরকার, রাজনৈতিক দল ও সকল অংশীজনের কাছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ গড়ার উপযোগী রাষ্ট্রকাঠামো ও পরিবেশ তৈরি করা। যা নিশ্চিত করতে দুর্নীতি নির্মূল অপরিহার্য। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার কেন্দ্রীয় দায়িত্ব রাজনৈতিক নেতৃত্ব ও আমলাতন্ত্রের ওপর।’

পতিত কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণে মাধ্যমে বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি সৃষ্টি করেছিল উল্লেখ করে ড. জামান বলেন, ‘দুদকের ক্ষমতা গত ১৫ বছরে সম্পূর্ণ খর্ব করে রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রভাব খাটিয়ে ক্ষমতাসীন দলের করায়ত্ত করা হয়েছিল। মনে রাখতে হবে দুদকের সংস্কার সম্পূর্ণ ঢেলে সাজানো হলেও বিদ্যমান রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক দুবৃত্তায়নের সংস্কৃতি পরিবর্তন না হলে দুর্নীতিবিরোধী উদ্যোগ কার্যকর হবে না।’