বাসস
  ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১৫

ভেড়ামারা পৌর ভূমি অফিস উদ্বোধনের ৩ বছরেও চালু হয়নি

কুষ্টিয়া ,১০ ডিসেম্বর, ২০২৪ (বাসস): জেলার ভেড়ামারা পৌর ভূমি অফিস উদ্বোধনের ৩ বছর পার হলেও আজও চালু হয়নি। সরকারি লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত পৌর ভূমি অফিস এভাবে পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে আর কতদিন  মানুষের জিজ্ঞাসা। পৌর ভূমি অফিস পরিত্যক্ত থাকায় নতুন ভবনে লতাপাতা আর আগাছায় ভরে গেছে।
ভেড়ামারা পৌর ভূমি অফিস ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয় তত্ববাধয়নে ভেড়ামারা পৌরসভার কুঠিবাজার এলাকায় পৌর নতুন ভূমি অফিস নির্মাণ কাজ ৩ বছর আগে সম্পন্ন হয়। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর ভেড়ামারা পৌর ভূমি অফিসের ভবনটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের ৩ বছর পার হলেও আজও চালু হয়নি। উদ্বোধনের পর থেকে ভবনটি তালাবদ্ধ করে রাখা হয়। পৌর ভুমি অফিস পরিত্যক্ত হওয়ায় নতুন ভবনে লতাপাতা আর আগাছায় ভরে গেছে। ভূমি সেবার জন্য এসব আয়োজন করা হলেও চালুর অভাবে ভবনটি নষ্ট হয়ে যাচ্ছে। পৌরবাসী বাসীর দাবি দ্রুত যেন ভবনটি চালু করা হয়। অত্যাধুনিক  ভবনটির সব ধরনের সুযোগ-সুবিধা আছে। সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের জন্য নির্মাণ করা হয় সুদৃশ্য ভবনটি।
আসমান আলী বাসসকে বলেন, সড়কের পাশে পৌর নতুন ভূমি অফিস হওয়ায় সুদৃশ্য এ ভবনটি যে কারো চোখ আটকে যাবে। ভূমি অফিসটি পরিত্যক্ত থাকায় লতাপাতা আর আগাছায় ভরে গেছে। ভবনটি তালাবদ্ধ রয়েছে।
আসলাম হোসেন বলেন, ভূমি সেবাদের জন্য এসব আয়োজন করা হলেও চালুর অভাবে ভবনটি নষ্ট হয়ে যাচ্ছে। পৌরবাসী বাসীর দাবি দ্রুত যেন ভবনটি চালু করা হয়।
ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বাসসকে বলেন, দীর্ঘদিন পড়ে থাকার কারণে অনেক ময়লা জমেছে তাই সংস্কার কাজ শুরু হয়েছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে চালু করার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসকের  সঙ্গে কথা হয়েছে ভূমি অফিস চালুর ব্যাপারে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী  অফিসার রফিকুল ইসলাম বলেন, সংস্কার শেষে দ্রুত পৌর ভুমি অফিস চালু করা হবে। সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জরুরিভাবে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।