শিরোনাম
নাটোর, ১০ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় বক্তারা বলেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় এখন প্রয়োজন নিরাপদ খাদ্য। সরকার জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ও বিধি প্রণয়ন করেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ টোল ফ্রি হটলাইন চালু করেছে, ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চালু করেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে পর্যায়ে নিরাপদ খাদ্যের ক্যাম্পেইন শুরু করার উপর বক্তারা গুরুত্ব প্রদান করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের সদস্য মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সোহেলুর রহমান খান, নাটোরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট মোঃ আইয়ুব হোসেন। জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোফাজ্জল হুসাইন স্বাগত বক্তব্য রাখেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।