বাসস
  ১০ ডিসেম্বর ২০২৪, ২০:০৩

বৈষম্য দূর হলে মানবাধিকার প্রতিষ্ঠা হবে : খুবি উপাচার্য

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, মানবাধিকারকে প্রতিষ্ঠা করতে হলে আগে সমাজে বিদ্যমান বৈষম্যকে দূর করতে হবে।

আজ জাতিসংঘ ঘোষিত ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ সিভিল রাইটাস সোসাইটি (বিসিআরএস) আয়োজিত ‘বিশ্ব মানবাধিকার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘পাশ্চাত্যের সাম্প্রতিক ধ্যান-ধারণাকে প্রাধান্য দিয়ে সমাজ তৈরি করা হলে প্রতিটি স্তরে স্তরে বৈষম্য থেকে যাবে এবং মানুষ তার প্রাপ্য থেকে বঞ্চিত হবে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের আত্মত্যাগের পেছনে তাদের প্রত্যাশাকে প্রাধান্য দিতে হবে, বৈষম্যকে চিরতরে দূর করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। অনেকেই এই দেশের সৌহার্দ্য ও শান্তি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাঙ্গাচোরা দেশটাকে গড়তে কাজ করছেন। এরকম অস্থিতিশীল  পরিস্থিতি সৃষ্টি করলে সে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে।

দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা, নিজেদের অধিকার নিয়ে ভাবলে, সচেতন থাকলে সামনে আমরা ভালো কিছু পাবার আশা করতে পারি।’

এ সময় উপস্থিত সকলকে বাইরের প্রভাব ও আগ্রাসনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এর আগে দেশের অবস্থা অনেক ভালো বলে প্রচার করে দেখানো হলেও এখন আমরা দেখতে পাচ্ছি দেশের অবস্থা কেমন। আমাদের দেশটির মতন দেশ পৃথিবীর আর কোথাও নেই। নিজেদের চিন্তা ভাবনা একটু উন্নত, একটু ব্যতিক্রমী করতে পারলে আমাদের সন্তানদের জন্য এ দেশটাকে আমরা আরো উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবো।’

বিসিআরএসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএফইউজে'র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক সৈয়দ তাসারুফ হোসেন, ডিইউজে'র যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, সাংবাদিক জহুরুল হক রানা, জামাল উদ্দিন, ও ইঞ্জিনিয়ার দেওয়ান মনিরুজ্জামান মানিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শেখ তাজুল ইসলাম।