শিরোনাম
বরগুনা, ১১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : উৎপাদন খরচ কম ও গাছ (লতা) বহুদিন থাকায় জেলায় পান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকায় এবার ৩শ ৮৫ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। জেলায় ছোট বড় মিলিয়ে পানের বরজের (খেত) সংখ্যা ৪ হাজার ১শ ১২টি। এর মধ্যে সদর উপজেলায় ৭শ ৫০টি বরজ। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা পান-চাষিদের নিয়মিত দেখভাল আর পরামর্শ দেওয়ায় চাষিরা সাফল্যের মুখ দেখছেন বলে জানিয়েছেন।
চাষিরা জানান, পানের বরজ প্রতি বিঘা জমিতে প্রথম বছর প্রায় ৫০ থেকে৬০ হাজার টাকা খরচ হয়। পান চাষে প্রতি বিঘা জমিতে আবহাওয়া অনুকূলে থাকলে দুই লাখ টাকা আয় হয়। পানের বরেেজর সুবিধা হচ্ছে প্রথম বছরে খরচ বেশি। তারপরে টানা ওই বরজ হতে ১০-১২ বছর আয় হয়। পান চাষিরা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশে-বিদেশে এ পান বিক্রি করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম জানিয়েছেন, জেলায় প্রতিনিয়ত বাড়ছে পানের বরজ। উঁচু ও উর্বর জমি যা পান চাষে অত্যন্ত উপযোগী। স্থানীয় চাষিদের আমাদের উপসহকারী কর্মকর্তারা পান চাষের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এতে পান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।