শিরোনাম
ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : দুই দেশের অভিন্ন স্বার্থের বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশের সাথে একটি আন্তঃসরকারি যৌথ কমিটি (ইন্টারগভমেন্টাল জয়েন্ট কমিটি) গঠনের প্রস্তাব দিয়েছে আলজেরিয়া।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি এ প্রস্তাব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
সাক্ষাতকালে উপদেষ্টা বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানান। জ্বালানি, শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি ক্ষেত্রে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়টি আরোচনায় উঠে আসে। আলজেরিয়ার রাষ্ট্রদূত যত তাড়াতাড়ি সম্ভব দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফরের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ঢাকা-আলজিয়ার মধ্যে বিমান চলাচল, উভয় দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে কর্মসূচিসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা চুক্তির বিষয়টিও উঠে আসে। উভয়পক্ষই আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য পরবর্তী ফরেন অফিস কনসালটেশনসহ দ্বিপাক্ষিক প্রক্রিয়া এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করে।