বাসস
  ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:২৯

নড়াইলে বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি পালিত

নড়াইল, ১২ ডিসেম্বর, ২০২৪ (বাসস):  জেলায় আজ মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণ  করা হয়েছে।

সকাল সাড়ে ৯টায় শিশু একাডেমি নড়াইলের আয়োজনে, জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু একাডেমি কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।