শিরোনাম
ঝিনাইদহ, ১২ ডিসেম্বর, ২০২৪ (বাসস): জেলায় গত দুইদিনে শীতের তীব্রতা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন শ্রর্মজীবী মানুষ।
গতকাল বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলা জুড়ে ভারী কুয়াশা পড়েছে।
সদর উপজেলার বাড়িবাথান গ্রামের কৃষক সোবহান মিয়া বলেন, হঠাৎ করেই তিনদিন ধরে শীত বেড়েছে। ধানের বীজতলায় কাজ কষ্টকর হয়ে গেছে।
শহরের পোস্ট অফিস মোড়ের শ্রমিক হাটে জড়ো হওয়া দিনমজুর সাইফুল ইসলাম বলেন, শীতে খুব শহরে দৈনিক মজুরিতে কাজ করার জন্য ভোর বেলা গ্রাম থেকে এসেছি। শীতের কারণে অনেক কষ্ট লাগে। যারা শ্রমিকদের কাজের জন্য নিয়ে যান, শীত বেশি হওয়ায় তারাও কম আসছেন। কাজ কাম কমে গেছে।
শহরের ওয়াপদা গেট সংলগ্ন চা দোকানি বিল্লাল হোসেন বলেন, শীতের কারণে মানুষ বাইরে কম বের হচ্ছেন। যে কারণে বেচাকেনা কম। এদিকে তীব্র শীতে জেলার ছয় উপজেলায় কষ্টে আছেন দিনমজুর মানুষেরা। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত মঙ্গলবার ও বুধবার চুয়াডাঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সর্বনিন্ম তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ চুয়াডাঙ্গা লাগোয়া হওয়ায় জেলায় সর্বনিন্ম তাপমাত্রার আঁচ পড়েছে মহেশপুর, সদর ও হরিনাকুন্ডু উপজেলায়। এছাড়া গড়াই নদীর কোলঘেঁষা শৈলকুপা উপজেলায়ও বেড়েছে শীতের তীব্রতা।
পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাসির রহমান বাসস'কে বলেন, আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানতে পেরেছি, এবারের শীত মৌসুমে জেলায় ১১/১২টি শৈত্য প্রবাহ আসতে পারে।