শিরোনাম
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ট্যানারি শ্রমিকদের জন্য সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রদান করার দাবি করেছে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (টিডব্লউইউ) নেতৃবৃন্দ। আজ হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে ট্যানারি শ্রমিকদের এক সমাবেশে টিডব্লিউইউ নেতৃবৃন্দ এ দাবি জানান।
বক্তারা বলেন, ২১ নভেম্বর ২০২৪ তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক গেজেটের মাধ্যমে ৫টি গ্রেডের জন্য ঘোষিত নিম্নতম মজুরির কমে কাউকে মজুরি দেয়া যাবে না। সরকার ঘোষিত নিম্নতম ১৮,০০১ টাকার কমে ট্যানারি শ্রমিকদের মজুরি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক টি.এম. লিয়াকত হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাদিউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক মো. শহিদ এবং শ্রম আইন বিষয়ক সম্পাদক মো. মামুন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সরকার ঘোষিত নিম্নতম মজুরি অবিলম্বে কার্যকর করতে হবে। এর আগের ৪টি মজুরি কমিশনের কোনটিই হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে বাস্তবায়িত হয়নি। এবার যদি ঘোষিত নিম্নতম মজুরি মালিক পক্ষ কার্যকর না করে, তবে যে কোনো পরিস্থিতির জন্য তারা দায়ী থাকবেন।
ট্যানারি শিল্পে ন্যায্যতা প্রতিষ্ঠায় ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন বদ্ধপরিকর। কারখানায় ন্যায্য পাওনা না দিয়ে ইতোমধ্যে দক্ষ শ্রমিক ছাটাই শুরু হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে এলডব্লিউজি সনদ অর্জন কোনভাবেই সম্ভব নয়। শিল্পের স্থিতিশীলতা রক্ষার দায় এখন সম্পুর্ণ মালিকের। এবারের নিম্নতম মজুরি বাস্তবায়ন করা না হলে শ্রমিকের পরবর্তী কার্যক্রমের ফলে যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির দায় ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন নিবে না ।