শিরোনাম
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে বেসরকারি সংস্থা ব্র্যাক এবং ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস ।
কৃষি ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে সমন্বিত উদ্যোগে প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।
আজ ঢাকাস্থ ডেনমর্ক দূতাবাসে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং ড্যানিশ দূতাবাসের মধ্যে এ সংক্রান্ত ‘রেইন ফর লাইফ’ শীর্ষক নতুন কর্মসূচি চালুর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পের মোট তহবিল প্রায় ৬৪ কোটি টাকা (৩৮ মিলিয়ন ড্যানিশ ক্রোনার)। ডেনমার্ক সরকার কর্তৃক ২০২২-২০২৮ সালের কৌশলগত কাঠামোর আওতায় পরিচালিত এ প্রকল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।