বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৫

ইসকনকে ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠন ‘ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশ’

চট্টগ্রাম, ১৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠন ‘ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশ’। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার  হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির  নেতৃবৃন্দ।

আজ শুক্রবার ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ শেষে সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট মুহাম্মদ শামসুল আলম বলেন, ‘ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল ইসকন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’

আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ‘ইসকন এদেশে জঙ্গীবাদী কার্যক্রম চালাতে চাচ্ছে আর ভারতীয় মিডিয়া তাতে উষ্কানি দিচ্ছে। আমাদের ধৈর্য্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

সংবাদ সম্মেলনে আইনজীবীরা বলেন, দেশের এক অস্থিতিশীল পরিবেশে হিংসাত্মাক রাজনীতির রোষানলে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট সাম্প্রদায়িক হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম আলিফ। এই লোমহর্ষক বর্বরোচিত হত্যার বিচারের দাবিতেই আইনজীবীদের ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ। ইসকনের সন্ত্রাসী খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে ‘ভয়েজ অব ল’ইয়ার্স অব বাংলাদেশ’ দেশবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি ইসকনকে বে-আইনি ও নিষিদ্ধ ঘোষণার  দাবি জানাচ্ছে।

তারা আরো বলেন, বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি সকলেই ইসকনকে নিষিদ্ধ করার আওয়াজ তুলছে। ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে তাণ্ডব, ভাংচুর ও জাতীয় পতাকা পুড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের প্রতি ইসকনের দাঙ্গাবাজদের যোগসাজস ও উসকানি স্পষ্ট।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং রোড মার্চের চিফ কো-অর্ডিনেটর আশরাফ-উজ-জামান বলেন, ‘ভারতীয়  গোয়েন্দা সংস্থা র’ এর এজেন্ট ইসকন দীর্ঘদিন যাবত এখানে কাজ করছে। তারা উষ্কানিমূলক বিভিন্ন কাজ করেছে। ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে আমরা এদেশের হিন্দুদের ওপড় নির্যাতন চালাচ্ছি।  কিন্তু বিগত দুর্গাপূজার সময় এদেশের মুসলমানরা পূজামণ্ডপ পাহারা দিয়েছেন।’

তিনি বলেন, ‘ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছে। ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গাজীপুরে একজনের চাকরি চলে গিয়েছিলো ফ্যাসিস্ট সরকারের আমলে। ওসি প্রদীপ ২০৬ জনকে হত্যা করছে তার পেছনেও ইসকনের হাত ছিল। ইসকন জড়িত ছিল। ইসকনকে এদেশে নিষিদ্ধ করতে হবে।’

সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী বলেন, ‘আমাদের বারের সদস্য আইনজীবী আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে সেইসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’

ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশ’র  চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, ‘ভারত সাম্রাজ্যবাদী দেশ, আগ্রাসী দেশ। তারা সিকিমকে দখল করে নিয়েছে। বাংলাদেশও দখল করে নিতে চায়। তাই তারা উষ্কানি দিচ্ছে। তাদের ফাঁদে পা দিবেন না।’
অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইসকন নিষিদ্ধ করতে হবে অন্যথায় আমাদের আন্দোলন চলবে’।