শিরোনাম
বান্দরবান, ১৪ ডিসেম্বর ২০২৪ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা স্কুল মাঠে বিএনপি’র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা বিএনপি’র সভাপতি মাম্যা চিং।
জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা ।
সদর উপজেলার ৬ নং জামছড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি অংচমং মারমার সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, বিএনপি নেতা রিটল বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ছরোয়ার জামান ও সদস্য সচিব চনুমং মারমা প্রমুখ।
জনসভায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
এ জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।