বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৫০

কমিশনের কাছে জনপ্রশাসনে সংস্কার সংক্রান্ত সুপারিশমালা জমা বিএনপির

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস): জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে সংস্কার বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশমালা জমা দিয়েছে বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটি।

আজ রবিবার বেলা ১১টায় বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটির পক্ষ থেকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কাছে সুপারিশগুলো জমা দেওয়া হয়। এ সময় বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের সঙ্গে সুপারিশ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, সুপারিশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৬ বছরে প্রশাসনে অনৈতিক সুযোগপ্রাপ্ত দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাদের চাকরিকাল ২৫ বছর হয়েছে, তাদের অব্যাহতি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে। আর যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাকে গত ১৬ বছর রাজনৈতিক প্রতিহিংসাবশত: পদোন্নতি বঞ্চিত করে অবসর, বাধ্যতামূলক অবসর বা ওএসডি করে রাখা হয়েছিল, তাদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটি।