শিরোনাম
সিলেট, ১৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতায় সিলেটে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
নগর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে র্যালিসহ মানুষ শহীদ মিনারে পৌঁছান। সকালে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।
শহীদ মিনারে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ও মহানগর ইউনিট। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট ও এসপি এপিবিএন শ্রদ্ধা জানান।
এরপর সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদলসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারে।
এ ছাড়াও সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যাংক বিমা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান।
এদিকে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে।