শিরোনাম
বগুড়া, ১৬ ডিসেম্বর ২০২৪ (বাসস) : জেলায় আজ মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়। র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড র্যালি নিয়ে নেতাকর্মীরা আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হয়। পরে সেখান থেকে বিজয় র্যালি বের করা হয়। বগুড়া জেলা বিএনপির স্মরণকালের এ বিশাল বিজয় র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
এর আগে, সকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, এডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ।