শিরোনাম
ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা সংগ্রামের কথা স্মরণ ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, একটি দেশের স্বাধীনতা অর্জন করতে হলে সে জাতিকে অনেক জীবন দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। ১৯৭১-এর সেই ত্যাগ আর জীবন বিসর্জনের ইতিহাস আমাদের প্রজম্মকে জানাতে হবে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আজকের শিশুদের শোনাতে হবে। অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করতে গেলে চলার পথে আমাদের আরও অনেক পরিশ্রম করতে হবে। শিশুদের জন্য আগামীদিনের একটি সুন্দর বাংলাদেশ এবং বাসযোগ্য পরিবেশ দিয়ে যেতে পারি সেই অঙ্গীকারও আমাদের করতে হবে।
শিশুরা এদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, শিশুদের উন্নয়নে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ডে-কেয়ার ব্যবস্থা গ্রাম পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে শিশুরা সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান, দু’জন শিশুশিল্পী সারা তারিক ও কাওসার বিন মামুন বক্তৃতা করেন।
আলোচনা সভা শেষে সিনিয়র সচিব শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।